বেনাপোল পৌরসভার বড় আঁচড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নাভরণ ডিগ্রি কলেজের অনার্স পড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জুলাই) বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে ঐ গ্রামের আবিদুর রহমানের ছেলে।
গত ১৫ জুলাই (রবিবার) সন্ধ্যায় বিশ্বকাপের ফাইনাল খেলা দেখার জন্য বেনাপোল গাতিপাড়া সড়কে বাবুর মার্কেটে ডিস লাইনের তার সংযোগ লাগানোর সময় বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন। এ নিয়ে গত এক বছরে এ মার্কেটে বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের প্রাণহানি ঘটেছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিশ্বকাপের ফাইনাল খেলা দেখার জন্য টুটুল ও তার ভাই বাবুর মার্কেটের ছাদে ডিস-লাইনের সংযোগ ঠিক করছিল। এসময় ছাদের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন তারে জড়িয়ে টুটুল গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/২১ জুলাই ২০১৮/হিমেল