চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস গ্রামের মাঠ থেকে হাসিবুল ইসলাম (২৮) নামের এক মুদি ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ২টায় আলমডাঙ্গা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত হাসিবুল আইলহাস গ্রামের দক্ষিণপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) লুৎফুল কবীর জানান, শনিবার বেলা ১১টার দিকে আইলহাস গ্রামের বেগোয়ার মাঠের একটি ধানক্ষেতে হাসিবুলের লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ সেখান থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত হাসিবুল শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলো।
ওসি তদন্ত আরো জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে তার লাশ ফেলে রাখে। হত্যার কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই পুলিশ কাজ শুরু করেছে।
বিডি প্রতিদিন/২১ জুলাই ২০১৮/হিমেল