ফেনীর সোনাগাজীতে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকালে সোনাগাজী মঙ্গলকান্দি ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় সড়কের পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হোসেন নবজাতকের লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার