নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় একটি গার্মেন্টস কারখানায় সানজিদা আক্তার মুন্নী (১৫) নামে এক শিশু শ্রমিক ১৩২ কেভি (১ লাখ ৩২ ভোল্টের) বৈদ্যুতিক তারের স্ফুলঙ্গে আগুনে ঝলসে গিয়ে নিহত হয়েছে। এ ঘটনায় সোভা আক্তার (১৫) নামে আরেক শ্রমিক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বধুবার বেলা পৌঁনে ২টায় সিদ্ধিরগঞ্জে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার মিয়া।
জানা গেছে, সানজিদা আক্তার মুন্নী ও শোভা আক্তার দুপুরের খাবার খাওয়ার সময় ভবনের ছাদে উঠে। এ সময় ১৩২ কেভি (১ লাখ ৩২ হাজার) সিদ্ধিরগঞ্জ-উলুন-১ বিদ্যুতের সঞ্চালন লাইনের তারের স্পার্কের (স্ফুলঙ্গের) আগুনে মুন্নীর সারা শরীরের ঝলসে যায়। এতে ঘটনাস্থলেই মুন্নী মারা যায়। একই ঘটনায় আরেক শ্রমিক শোভা গুরুতর আহত হয়। তাকে নগরীর খানপুরের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতলে ভর্তি করা হয়েছে।
কারখানার সুপারভাইজর মোফাজ্জল হোসেন জানান, দুপুরের খাবারের সময় একটি বিকট শব্দ পাই। পরে ছাদে গিয়ে দেখি মুন্নীর সারা শরীর ঝলসানো। সে ঘটনাস্থলে মারা যায়। আরেক শ্রমিককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার