রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে উত্তাল রাজপথ। তাই যানবাহনের নিরাপত্তা জনিত কারণে বৃহস্পতিবার সকাল থেকে ময়মনসিংহ অঞ্চলের সব রুটের ঢাকামুখী বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ময়মনসিংহ জেলা পরিবহন মোটর মালিক সমিতি।
বুধবার রাতে জেলা পরিবহন মোটর মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, রাস্তায় বের হলেই শিক্ষার্থীরা ইচ্ছা মতো বাস ভাংচুর করছে। এতে মালিকরা লাখ লাখ টাকা ক্ষতির মুখে পড়ছেন। ফলে নিরাপত্তার অভাবে তারা সকাল থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।
সকালে বাস চলাচল বন্ধ থাকলেও বিকেল থেকে আবার বাস চলাচল শুরু হবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, বেপরোয়া বাসচাপায় রাজধানীর শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় সারা দেশের মতো ময়মনসিংহেও বিক্ষোভ করছে নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা একাধিক বাসও ভাংচুর করেছে।
বিডি প্রতিদিন/ ২ আগস্ট ২০১৮/ ওয়াসিফ