রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে যশোরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় স্কুল-ড্রেস পরা কয়েকশ' শিক্ষার্থী বিক্ষোভ মিছিল সহকারে যশোর প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় সেখানে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিল।
মানববন্ধন কর্মসূচি শেষে এসব শিক্ষার্থীরা পুরো শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে দুই শিক্ষার্থী নিহতের ঘটনার বিচার এবং সড়কে প্রাণহানি বন্ধের দাবিতে স্লোগান দেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা একটা পর্যন্তও শিক্ষার্থীরা বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করছিল।
বিডি-প্রতিদিন/০২ আগস্ট, ২০১৮/মাহবুব