নিরাপদ সড়ক চাই, পথ যেন হয় শান্তির মৃত্যুর নয় এই স্লোগানে রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
সকাল ১১টার দিকে বিভিন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা মাইজদী শহরে প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে। এ সময় শিক্ষার্থীরা কয়েকটি বাস ভাংচুর করে। এরপর তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও নোয়াখালী প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়।
বিডি-প্রতিদিন/০২ আগস্ট, ২০১৮/মাহবুব