নৌমন্ত্রীর পদত্যাগ এবং নিরাপদ সড়কের দাবিতে দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার বরিশালে বৃষ্টিতে ভিজে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি ট্রাক এবং বিআরটিসি’র একটি বাস ভাংচুর করে। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভে মহাসড়কে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে গেলে পুলিশের অনুরোধে শেষ পর্যন্ত অবরোধ প্রত্যাহার করে নেয়।
বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো সকাল সাড়ে ১০টায় নগরীর হাতেমআলী কলেজ চৌমাথা এলাকায় মহাসড়কে জড়ো হয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারী মহিলা কলেজ, ইনফ্রা পলিটেকনিক ইন্সটিটিউট, সাবেরা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজের কয়েক শ' শিক্ষার্থী মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহন করে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ২টি যানবাহন ভাংচুর করে।
শিক্ষার্থীরা বলেন, নিরাপদ সড়কের দাবিতে তাদের এই আন্দোলন। নৌমন্ত্রীর উস্কানিমূলক বক্তব্যের কারণে পরিবহন শ্রমিকরা বেপরোয়া হয়ে উঠেছে। সারা দেশের সড়ক-মহাসড়ক থেকে রেজিস্ট্রেশনবিহীন অবৈধ যান উচ্ছেদের দাবি জানান তারা। জনস্বার্থে পুলিশের অনুরোধে দাবি মানার আশ্বাসে পরে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
একই দাবিতে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী অবরোধের পর পুলিশের অনুরোধে মহাসড়ক থেকে সড়ে যায় তারা।
বিডি প্রতিদিন/ফারজানা