ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় লেদু বুড়া ( ৬৫) নামের এক নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রুহিয়া থানা পুলিশ ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে। নিহত লেদু ঠাকুরগাঁও সদর উপজেলার ঘনিমহেশপুর গ্রামের মৃত লবানু মোহাম্মদের ছেলে।
পুলিশ জানায়, লেদু মিয়া দীর্ঘদিন যাবত ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান অনিল চন্দ্র সেন এর রামনাথহাটস্থ শাপলা হাসকিং মিলের নৈশ প্রহরী হিসেবে পাহারা দিয়ে আসছিলেন। তিনি প্রতিদিনের ন্যায় বুধবার রাতে ওই মিলে পাহারা দিতে যায় এবং মিলের উত্তর পাশে একটি খোলা ঘরে শুয়ে ছিল। রাতের যে কোন সময়ে একদল দুর্বৃত্ত ওই মিলে হানা দিয়ে নৈশ প্রহরী লেদু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করে।
রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃত্যুর কারণ বের করতে তদন্ত চলছে।
বিডি-প্রতিদিন/০২ আগস্ট, ২০১৮/মাহবুব