সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ ও পুনঃনির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছে বগুড়া জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শহরের নবাববাড়ি রোডে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বিএনপি নেতা আলী আজগর হেনা, লাভলী রহমান, ফজলুল বারী বেলাল, মাহবুবর রহমান বকুল, মাফতুন আহমেদ খান রুবেল , যুবদল সভাপতি সিপার আল বখতিয়ার, স্বেচ্ছাসেবক দল সভাপতি শাহ মেহেদী হাসান হিমু, আব্দুল ওয়াদুদ, এম আর ইসলাম স্বাধীন , অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, পরিমল চন্দ্র দাস, তাহা উদ্দিন নাহিন, আবুল বাশার, ডাক্তার শাহ মোঃ শাহজাহান আলী. আলীমুর রাজি তরুন, মিজানুর রহমান , শামসছুল হক রোমান, ছাত্রদল সভাপতি আবু হাসান , শাহাবুল আলম পিপলু, খাদেমুল ইসলাম, নুরে আলম সিদ্দিকী রিগ্যান প্রমুখ। এর আগে মিছিল নিয়ে বিভিন্ন সংগঠন সমাবেশে যোগ দেয়।
সমাবেশে ভিপি সাইফুল ইসলাম বলেন, ছাত্র আন্দোলনে সরকার দিশেহারা হয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। কিন্তু এতেও সরকারের শেষ রক্ষা হবে না। গণআন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করেই নির্বাচনে যাবে না বিএনপি।
বিডি প্রতিদিন/এ মজুমদার