বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় দোষীদের শাস্তি এবং নিরাপদ সড়কের দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার বেলা ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, যতদিন বিচার না হবে ততদিন তারা রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবেন। ঘাতক বাস চালকদের শাস্তি সংবিধানে সংযোজনসহ ৯ দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ভ মিছিলটি বিভিন্ন সড়ক পদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার