ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থী হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে পাবনার রাস্তায়ও নেমেছে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। শহরের প্রধান সড়কে ট্রাফিক ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ নিয়ে অভিনব এই প্রতিবাদ করেন তারা। এ সময় যানজটে স্থবির হয়ে পড়া আব্দুল হামিদ রোডের এলোমেলোভাবে চলাচল করা যানবাহনগুলোকে মূহুর্তের মধ্যে সঠিক লেনে পাঠিয়ে রাস্তায় শৃংখলা ফিরিয়ে আনে তারা। আজ বেলা ১২টার দিকে শহরে তারা এই কর্মসূচি পালন করেন।
আব্দুল হামিদ রোডের ব্যবসায়ী সাদ্দাম হোসেনসহ প্রত্যক্ষদর্শীরা জানায়, পাবনা জেলা স্কুল, আরএম একাডেমী, সেলিম নাজির উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট উচ্চ বিদ্যালয়, সরকারি শহীদ বুলবুল কলেজ ও সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। তারা সড়কে এলোমেলোভাবে চলা রিক্সা, অটোবাইক, মোটর সাইকেল চালকদের সুশৃংখলভাবে চলার অনুরোধ করেন। এ সময় সড়কে চলাচলকারীরাও তাদের অনুরোধে সাড়া দেয়। ফলে কিছুক্ষণের মধ্যেই যানজটে স্থবির সড়কটিতে শংখলা ফিরে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
প্রতক্ষ্যদর্শী গণমাধ্যমকর্মী পার্থ হাসান জানান, একঝাঁক কিশোর যা দেখিয়ে দিল, শুধুমাত্র আইন মেনে চলা ও সঠিক প্রয়োগের মানসিকতায় সড়কে শৃংখলা আনতে যথেষ্ঠ। সড়ক আটকে পার্কিং করায় তারা পুলিশের গাড়িও রাস্তা থেকে সরিয়ে দেয়।
ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করা পাবনা জেলা স্কুলের শিক্ষার্থী নিরব হোসেন জানায়, সড়কে প্রতিদিন হাজারো মানুষের প্রাণ গেলেও কারো কোন ভ্রুক্ষেপ নেই। বায়ান্ন, একাত্তরে ছাত্ররাই রক্ত দিয়েছে, স্বাধীনতা এনেছে। নিরাপদ সড়কের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।
শহীদ বুলবুল কলেজের শিক্ষার্থী রাতিন হাসান বলেন, আমরা কোন গাড়ি ভাঙচুর করতে চাই না, জ্বালাও পোড়াও করতে চাইনা। কিন্তু আমরা সড়কে নিরপত্তা চাই। ঢাকায় আমাদের সহপাঠী হত্যার বিচার চাই।
শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদকে স্বাগত জানায় সাধারণ মানুষ।
ঘটনাস্থলে আসেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুল হকসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। ছাত্রদের বুঝিয়ে সরে যেতে বললে তারা রাস্তা ছেড়ে যেতে অস্বীকৃতি জানায়। পরে নাশকতা না করার শর্তে তাদের ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতার অনুমতি দেন তারা।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সাথে আমরা সম্পূর্ণ একমত। কিন্তু শিক্ষার্থীদের এবং জনগণের নিরপত্তার বিষয়টিও আমাদের দেখতে হবে। আমরা চাই সড়কে নিরপত্তা ফিরে আসুক। এ সময় সড়কে শৃংখলা ফেরাতে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার