নিরাপদ সড়কের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিলের পাশাপাশি সড়ক অবরোধ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ বৃহষ্পতিবার দুপুরে শহরের প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে শিক্ষার্থীরা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এরপর সেখানে অবস্থান নিয়ে যাতায়াতকারী বিভিন্ন যানবাহনের ফিটনেস ও চালকের ড্রাইভিং লাইসেন্স যাচাই করে শিক্ষার্থীরা।
এসময় ফিটনেস ও চালকের লাইসেন্স না থাকায় কয়েকটি গাড়ি পুলিশের কাছে তুলে দেন শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার