বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়ে হবিগঞ্জে বিভিন্ন পরিবহনের চালকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও ট্রাফিক আইন মেনে চলার জন্য চালকদের নির্দেশ দিচ্ছেন শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার বেলায় ২টায় হবিগঞ্জ টাউন হলে সামনে হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় পরিবহন চালকদের ড্রাইভিং লাইন্সেস দেখেন এবং তাদের ট্রাফিক আইন নেমে চলার পরামর্শ দেন। আর মোটরসাইকেল চালকদের লেমলেট ব্যবহার করার অনুরোধ জানান।
হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র আশরাফুল আলম শুভ ও মোবাশ্বির আহমেদ রাজ জানান, বেপরোয়া ভাবে পরিবহন বাস চালিয়ে ড্রাইভার আমাদের দুই শিক্ষার্থীদের হত্যা করেছে। শুধু দুই শিক্ষার্থীই নয়, আরো কত প্রাণ অকাল হারিয়ে যাচ্ছে। এর কোন বিচার পাওয়া যাচ্ছে না। আর আমাদের হবিগঞ্জেও প্রায় সময় দুঘর্টনা ঘটছে। শহরের প্রধান সড়কে যান বাহন নিজেদের ইচ্ছামত চলাচল করছে। কেউ ট্রাফিক আইন মেনে চলছেন। আমরা সড়কে যানজট মুক্ত করতে ট্রাফিক আইন মেনে চলার জন্য ড্রাইভারদের পরামর্শ দেন।
এদিকে সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীরা যতক্ষণ রাস্তায় অবস্থাান নিয়েছেন তৎক্ষণ ইজিবাইক, রিক্সাসহ সকল পরিবহন চালকরা নিজেদের লাইন দিয়ে চলাচল করছে। এ সময় শহরের প্রধান সড়ক অনেকটা যানজট মুক্ত ছিল।
এদিকে নিরাপদ সড়ক ও বাস চাাপায় নিহত শিক্ষার্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনসহ মিছিল করেছেন হবিগঞ্জের শিক্ষার্থীরা। বেলা ১১টায় জেলা শহরের প্রধান সড়ক দিয়ে মিছিল করে বৃন্দাবন সরকারী কলেজের সামনে বিক্ষোভ সমাবেশ করেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
এ সময় বিভিন্ন যানবানের চালকদের লাইসেন্স যাচাই করেন। সমাবেশের এক পর্যায়ে যানবহনের চালকদের লাইসেন্টসহ ফিটনেস না থাকায় উত্তেজিত হয়ে রাস্তায় নেমে আসে। শিক্ষার্থীরা নিরাপদ সড়ক বাস্তবায়নের দাবি জানান সরকারের নিকট।
বিডি প্রতিদিন/এ মজুমদার