ফেনীতে সড়ক দুর্ঘটনায় জসিম উদ্দিন (৫০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। সোমবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জসিম উদ্দিন ফেনী শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানায়, জসিম উদ্দিন লালপোল-ফেনী সড়কের দাউদপুর ব্রিজ সংলগ্ন মসজিদে নামাজ শেষে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। জসিম উদ্দিন দাম্পত্য জীবনে ৩ মেয়ে ও ১ ছেলের জনক।
বিডি প্রতিদিন/০৬ আগস্ট ২০১৮/আরাফাত