বগুড়া জিলা স্কুল চত্বর থেকে মদ্যপ অবস্থায় ৩ শিক্ষার্থীকে আটক করেছে সদর থানা পুলিশ।
সোমবার দুপুর আড়াইটার আটক তিন শিক্ষার্থীকে বগুড়া থনায় নেয়া হয়।
বগুড়া সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বগুড়া শহরের সাতমাথায় অবস্থিত বগুড়া জিলা স্কুল চত্বরে বসে কিছু একটা পান করছিল ৩ কিশোর। এসময় পুলিশ সদস্যরা তারা কি পান করছে জানতে চাইলে তারা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্ঠা করে। এসময় পুলিশ সদস্যরা ওই শিক্ষার্থীদের আটক করে এবং তারা দেশিয় বাংলা মদ ও বিয়ার পান করছিল বলে পুলিশ জানায়। আটককৃতরা তিনজনই কিশোর।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তি জানান, মাদক বিষয়ে থানা হেফাজতে নেয়া তিন ছাত্রই শিশু। তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন