নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ফেসবুকে উস্কানি দেওয়াসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল এমপি’র বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বরিশালের বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব রক্ষক মিজান মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকেলে উপজেলার লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. আবুল খায়ের তাকে গ্রেফতার করেন।
খন্দকার মো. আবুল খায়ের জানান, সোমবার দুপুরে বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব রক্ষক মিজান মজুমদারের ব্যক্তিগত ফেসবুক আইডি’তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল এমপি’র বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার বিষয়টি তিনি দেখতে পান। তিনি কলেজ ক্যাম্পাসে গিয়ে অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুলকে বিষয়টি অবহিত করেন। অধ্যক্ষ হিসাব রক্ষক মিজান মজুমদারকে তার কার্যালয়ে ডেকে নেন। সেখানে তার মুঠোফোন থেকে তার ব্যক্তিগত ফেসবুক আইডি পরীক্ষা করে অভিযোগের প্রাথমিক সত্যতা পান তিনি। এ সময় পুলিশ তার মুঠোফোনটি জব্দ এবং তাকে গ্রেফতার করে।
বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুল জানান, কলেজের একজন হিসাব রক্ষকের এই আচরণ গ্রহনযোগ্য নয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
বানারীপাড়া থানার ওসি মো. খলিলুর রহমান জানান, এ ঘটনায় বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব রক্ষক মিজান মজুমদারের বিরুদ্ধে কলেজের ব্যাস্থাপনা বিভাগের প্রভাষক খান মো. আল আমিন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন