ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাসির মিয়া (৫০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব ভৈরব ক্যাম্পের সদস্যরা। সোমবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার তিনলাখ পীর এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত আক্তার মিয়ার ছেলে।
রাত ১০ টায় র্যাব (১৪) ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার আবু সামার বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কসবা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল