নাটোরের চলমান মাদকবিরোধী অভিযান চলাকালে মাদক সংরক্ষণ ও প্রকাশ্যে সেবন করার অপরাধে ৬ জন মাদক ব্যবসায়ী ও সেবীকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় র্যাব ৫ নাটোর ক্যাম্পের সদস্যরা জেলার লালপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে ভাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়।
আটককৃতরা হলেন জেলার লালপুর উপজেলার ওয়ালিয়া বাজার ও ধুপইল বাজার এলাকার ফারুক হোসেন (৩৭), মো. বাবু (২০), মামুন (৩৫), আ. রাজ্জাক (৬০), ফজলুর রহমান (৪৫), গোলাম মোস্তফা (৩০)। অভিযান চলাকালে নয় হাজার চারশত একষট্টি বোতল এ্যালকোহল উদ্ধার করে ধ্বংস করা হয়।
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল এএসপি মো. আজমল হোসেন, কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. নজরুল ইসলামের যৌথ নেতৃতে অভিযানটি পরিচালিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল