রাজশাহী জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে গোদাগাড়ীর চিহ্নিত মাদক ব্যবসায়ী ইব্রাহীম হোসেন (৩৮) গুলিবিদ্ধ হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৫০০ গ্রাম হেরোইন, ১টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ইব্রাহীম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ী এলাকার ইসরাইল হোসেনের ছেলে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ (সদর) সুপার আবদুর রাজ্জাক খান জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাবদিপুর ইটভাটা এলাকায় মাদকবিরোধী অভিযানে নামে পুলিশ। এ সময় মাদক বিক্রেতারা টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। গুলি বিনিময়ের পর ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয় এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে জানা যায়, তার নাম ইব্রাহীম হোসেন। তিনি ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় একাধিক মামলা আছে। রাতে ঘটনাস্থল থেকে ৫০০ গ্রাম হেরোইন, ১টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ৭ আগস্ট ২০১৮/ ওয়াসিফ