ঈদে টিকেট কালোবাজারি বন্ধ, স্টেশনে এলাকায় অবৈধ দোকানপাট ও হকারদের উৎপাত বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জামালপুর জেলা প্রশাসন।
আজ দুপুরে জামালপুর রেলওয়ে জংশন স্টেশনে জামালপুর রেলওয়ে স্টেশনের উপদেষ্টা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় যাত্রীদের হয়রানি বন্ধ, টিকেট কালোবাজারি বন্ধ ও অবৈধ দোকানপাট উচ্ছেদে বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়।
উপদেষ্টা কমিটির সভাপতি জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. কবির উদ্দিনের সভাপতিত্বে সভায় জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, স্টেশন মাস্টার মো: রফিকুল ইসলাম, জেলা আ.লীগ নেতা সৈয়দ আতিকুর রহমান ছানা, জিএসএম মিজানুর রহমান, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জামালপুর সচেতন নাগরিক কমিটির সহ সভাপতি শফিক জামান, জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল, উন্নয়ন ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, টিআইবি জামালপুরের এরিয়া ম্যানেজার হাবিবুর রহমান, জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হাসান, জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস চন্দ্র পন্ডিত, রেলওয়ের উপ সহাকারী প্রকৌশলী(পূর্ত) রেজাউল ইসলাম, সাংবাদিক বিশ্বজিৎ দেব টুটুল, আনোয়ারুল ইসলাম মিলন, মোস্তাফিজুর রহমান কাজল, রবিউল ইসলাম লায়নসহ কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার