প্রকৌশলের আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।
আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ফাওজুল কবির খান বলেন, শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় চার উপদেষ্টাসহ বুয়েট ও ডিপ্লোমা শিক্ষার্থীদের প্রতিনিধিদের নিয়ে এই কমিটি গঠন করা হবে।
কমিটিতে থাকবেন যেসব উপদেষ্টা, তারা হলেন- বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; গৃহায়ন ও গণপূর্ত এবং শিক্ষা উপদেষ্টা।
তিন দফা দাবিতে গতকাল মঙ্গলবার রাজধানীর অন্যতম ব্যস্ততম সড়ক শাহবাগ মোড় পাঁচ ঘণ্টা অবরোধ করে রেখেছিলেন বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি পূরণে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় আজ বুধবার সারা দেশের প্রকৌশলীদের নিয়ে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করে তারা। আন্দোলনরত কৌশলীরা শাহবাগ মোড়ও অবরোধ করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ