মাগুরায় পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
পরে অনুষ্ঠিত হয় শোভাযাত্রা ও আলোচনা সভা। মাগুরা আদিবাসী সমন্বয় পরিষদের সভাপতি দিলীপ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি সাইফুজ্জামান শিখরসহ অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ বেদদ্যুতি বর্মন, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, পুলিশ সুপার খান মুহম্মদ রেজোয়ান, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রুস্তোম আলী, আদিবাসী নেতা অশোক বিশ্বাস, মন্মথ চৌধুরী রাজবংশী, হীরা লাল কর্মকার, এ্যাডভোকেট সমর জোর্য়াদ্দার, সুবোধ বাগদীসহ অন্যরা।
বিডি প্রতিদিন/ফারজানা