ট্রাফিক সপ্তাহ শুরু হওয়ার পর থেকে রাঙামাটির সড়কে ভ্রাম্যমাণ আদালত অভিযান অব্যাহত রেখেছে রাঙামাটি জেলা প্রশাসন। একদিনে মামলা হয় ১২টি। এসময় অর্থদণ্ড দেওয়া হয় ৪ হাজার ২টাকা। আজ বৃহষ্পতিবার দিনব্যাপী রাঙামাটি শহরের পৃথকস্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালত অভিযানে ছিলেন রাঙামাটি জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট রফিকুল হক, রাঙামাটি জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট উত্তম কুমার দাশের, বিআরটিএ’র মোটরযান পরিদর্শকও জেলা প্রশাসনের পেশকার মো. নজরুল ইসলাম, ট্রাফিক ইনপেক্টর নীতি বিকাশ দত্ত প্রমুখ।
রাঙামাটি জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট রফিকুল হক বলেন, মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ আইনে বিভিন্ন ধারায় আইন অমান্যকারীদের এ জরিমানা করা হয়। সড়কে যাতে করে আর দুর্ঘটনা না ঘটে এবং সড়কে যাতে ফিটনেন্সবিহীন গাড়ি ও ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া রাস্তায় চলাচল করতে না পারে। তার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার