ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের গড়িয়ালা গ্রামে শিয়াল মারা ফাঁদে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাঁধন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
শিশু বাঁধন ওই গ্রামের হাসানুজ্জামানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, পাশের বাড়ির বাচ্চু তার মুরগি খামারের চারপাশে বিদ্যুতের তার দিয়ে শিয়াল মারা ফাঁদ পেতে রেখেছেন। সকালে বাঁধন খেলতে খেলতে ওই খামারে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও খামার মালিক বাচ্চুকে আটক করেছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম