মাগুরায় ইবাদত হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন ও ২ জনের ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।
মাগুরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান আজ রবিবার এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ৩ জন হচ্ছেন মহিউদ্দিন, মোশারফ হোসেন, শের আলী এবং ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত ২ জন হচ্ছেন আব্দুল গনি ও জাহাঙ্গীর।
আদালত সূত্র জানায়, ২০১০ সালের ২৬ জুন গ্রাম্য দাঙ্গায় খুন হন ইবাদত। এ খুনের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা করে নিহতের পরিবার। মামলার বিচার চলাকালিন সময়ে ২ জন মারা গেছেন। বাকি ৬ জনের মধ্যে ৫ জনের আজ এই সাজার রায় দেয়া হয়। এর মধ্যে শেরআলী বিদেশে পলাতক ও অন্য ৪ জন বর্তমান জেল হাজতে রয়েছেন। অপরাধ প্রমানিত না হওয়ায় একজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন