বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে জেলা ছাত্রলীগ। রবিবার (১২ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধনে জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ জামান রিপন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান প্রমুখ।
বিডি প্রতিদিন/১২ আগষ্ট ২০১৮/হিমেল