জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি নাগরিকের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো নিশ্চিত করেছেন। মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা, প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে সব ধরনের ভাতা দরিদ্র মানুষের মাঝে বিতরণ করে যাচ্ছেন। দরিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এসব উদ্যোগ নিয়েছেন তিনি। তাই এসব উন্নয়ন ও অগ্রগতিকে অব্যাহত রাখতে হুইপ নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
রবিবার দিনাজপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় চত্বরে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি মহিলা বিষয়ক অধিদফতর কর্তৃক বাস্তবায়িত কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মহিলা বিষয়ক অধিদফতর দিনাজপুরের ডে-কেয়ার অফিসার শারমিনাজ ইসলাম। জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোর্শেদ আলী খান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন, জেলা ক্রীড়া মহিলা সংস্থার সাধারন সম্পাদিকা জিনাত আরা চৌধুরী, দিনাজপুর পৌরসভার কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা