জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়ায় শোক র্যালি ও সমাবেশ করেছে পৌর আওয়ামী লীগ।
বেলা ১২ টায় বগুড়া পৌর আওয়ামী লীগের উদ্যোগে বের হওয়া শোক র্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজুন, সহ সভাপতি এড. মকবুল হোসেন মুকুল, দপ্তর সম্পাদক এড. জাকির হোসেন নবাব, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শাহ্ আখতারুজ্জামান ডিউক, উপ-প্রচার সম্পাদক আল রাজি জুয়েল, পৌর আ’লীগের শাহাদত হোসেন শাহীন, শেখ শামীম, ওবায়দুল হাসান ববি, মিজানুর রহমান বকুল, এডোনিস বাবু, পৌর কাউন্সিলর সৈয়দ সার্জিল আহম্মেদ টিপু, আরিফুর রহমান আরিফ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন