বগুড়া সদর থানা পুলিশ ২০ পিস ইয়াবাসহ কলেজছাত্রী সুমাইয়া আকতার মিতুকে (২২) গ্রেফতার করেছে। শনিবার সন্ধ্যায় শহরতলীর চারমাথার একটি আবাসিক হোটেলের সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
সুমাইয়া আকতার মিতু ধুনট উপজেলার গুয়াডুহরি গ্রামের মোকলেছার রহমানের মেয়ে এবং বগুড়ার সরকারি মজিবুর রহমান মহিলা কলেজের বিএসএস দ্বিতীয় বর্ষের ছাত্রী।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সনাতন চক্রবর্তী জানান, মিতু চারমাথায় আবাসিক হোটেল থেকে বের হয়ে রিকশা নিয়ে শহরে আসার সময় পুলিশ তার গতিরোধ দেহ তল্লাশিকালে তার ব্যাগের ভিতর থেকে ২০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান মিয়া জানান, মেয়েটির নিয়মিত ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
তবে আটক শিক্ষার্থী নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তার এক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে আবাসিক হোটেলে গিয়েছিল। তার ব্যাগে পাওয়া ইয়াবা সম্পর্কে সে অবগত নন।
বিডি প্রতিদিন/এ মজুমদার