নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, উপজেলা মোড় বণিক সমিতির সভাপতি ও লালপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সভাপতি ফিরোজ আল হক ভূঁইয়ার নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং তার মুক্তির দাবিতে আজ দুপুরে উপজেলা মোড় বণিক সমিতি ও দলিল লেখক সমিতি যৌথভাবে উপজেলা মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করে।
এছাড়া সকাল ৬ টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলা মোড়ের ব্যবসায়ীরা ধর্মঘট পালন করে। এ সময় বক্তব্য রাখেন বণিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রান্টু, হাতেম আলী, জাফর আলী প্রমুখ।
দলিল লেখক সমিতির ব্যানারে তাদের নেতা ফিরোজ আল হক ভূঁইয়া’র মুক্তি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি কর্মসূচি ঘোষণা করে। ফলে আজ রবিবার দলিল লেখকরা তাদের কাজে যোগ না দেওয়ায় দুপুর পর্যন্ত উপজেলায় কোন দলিল রেজিস্টার হয়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার