রংপুরে যে বাসের চাপায় স্কুল ছাত্র তানভীর আহমেদ জিয়ন নিহত হয়, সেই ভাই-বোন পরিবহনের বাসচালক ও তার সহকারীকে গ্রেফতার করা হয়েছে।
কোতোয়ালী থানার ওসি মুক্তারুল আলম জানিয়েছেন, রবিবার রাতে রংপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকা থেকে বাসচালক ইনসান আলী শানু (৪৫) ও তার সহকারী বাদশা মিয়াকে(৪০) গ্রেফতার করা হয়। ঘটনারপরই বাসটি আটক করে পুলিশ।
ওসি মুক্তারুল আলম জানান, হালকা যানবাহন চালানোর লাইসেন্স দিয়ে বাসটি চালাচ্ছিলেন চালক ইনসান। এছাড়া বাসটির ফিটনেস সার্টিফিকেটও নেই। বাসচালক, সহকারী ও বাস মালিকের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
রবিবার সকালে রংপুর শহরের ঘাঘটপাড়ায় রংপুর-দিনাজপুর মহাসড়কে ভাই-বোন পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র তানভীর আহমেদ জিয়ন। এ ঘটনার পর নিরাপদ সড়ক ও বাসের চালকের গ্রেফতার দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তিন ঘন্টা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় তারা ১০টি বাস ভাঙচুর করে।
পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কয়েক রাউন্ড টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ই-জাহান