চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ৮ লাখ ৬ হাজার ভারতীয় জাল রুপিসহ বাবা ও ছেলেকে আটক করেছে র্যাব। আটককৃতরা হচ্ছেন শিবগঞ্জ উপজেলার বাগানটুলী গ্রামের মতিউর রহমান মতি (৬০) ও তার ছেলে জয় রহমান (২২)।
রবিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের সহড়াতলা নামক স্থানে অভিযান চালায় র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। এসময় মতিউর রহমান মতি ও তার ছেলে জয় রহমানকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ মো. আব্দুল্লাহ আল মুরাদ জানান, আটককৃতরা একটি সিন্ডিকেটের মাধ্যমে চোরাচালানের মাধ্যমে ভারতীয় জাল রুপি সংগ্রহ করে বিক্রয় এবং অস্ত্র, মাদক ও অন্যান্য চোরাচালান সামগ্রী লেনদেনসহ গরু ব্যবসায়ীদের প্রতারিত করার জন্য ব্যবহার করছিল। তাদের শিবগঞ্জ থানায় সোপর্দসহ মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা