কক্সবাজারের টেকনাফ বড়ইতলি এলাকা থেকে ৯৩৩ ক্যান বিদেশী বিয়ারসহ ২ মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-৭। র্যাব-৭, টেকনাফ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টেকনাফ সদরের বড়ইতলি এলাকায় কতিপয় মাদক ব্যাবসয়ী মাদক দ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৭, টেকনাফ ক্যাম্পের একটি দল আজ সোমবার ভোর রাতে অভিযান পরিচালনা করে চট্রগ্রাম চন্দনাইশ কিল্লা পাড়া এলাকার মো. হারুন রশিদের ছেলে মো. রফিক (২৭) ও টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প মুচনী এলাকার মো. জাকারিয়ার ছেলে মো. সলিমুল্লাহকে
বিয়ারসহ হাতেনাতে আটক করে।
পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত মাদক ব্যবসায়ীদের স্বীকারোক্তি মতে বায়তুল মামুর জামে মসজিদের সামনে পাকা রাস্তা পার্শে ৮টি প্লাটিস্টকের বস্তা ভিতর ৯৩৩ ক্যান বিদেশী বিয়ার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিয়ারের মূল্য ৭ লাখ ৪৬ হাজার ৪শ টাকা।
আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবৈধভাবে মাদক জাতীয় দ্রব্য (বিয়ার) বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখল ও হেফাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ২২(গ) ধারা মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার