সুনামগঞ্জে হত্যা মামলায় একজনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ সকাল সাড়ে ১১টার দিকে এ রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হল সদর উপজেলার লালপুর গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে ইদ্রিস মিয়া (২৮) ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হল তার ভাই বাবুল মিয়া (২২)। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি নজরুল ইসলামকে খালাস দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার