দিনাজপুরের বিরল-পাকুড়া স্থলবন্দর সড়কে ট্রাক্টরের চাপায় জুট মিলের এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ শ্রমিক। বিক্ষুদ্ধ জনতা ট্রাক্টর চালক, হেলাপার ও ঘাতক ট্রাক্টরটি আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ঘটনার পর ক্ষুদ্ধ শ্রমিকরা বিরল-পাকুড়া স্থলবন্দর সড়ক প্রায় ঘন্টাব্যাপী অবরোধ করে রাখলে পুলিশের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে। আজ সকাল ৮ টার দিকে বিরল-পাকুড়া স্থলবন্দর সড়কের হুসনা নামক এলাকায় রুপালী বাংলা জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ট্রাক্টর চালক আজিজুর রহমানের নিহত শ্রমিক আফছার আলী আপন চাচা বলে জানায় স্থানীয়রা। নিহত শ্রমিক আফছার আলী (৪০) বিরলের পূর্ব মহেশপুর গ্রামের শওকত আলীর ছেলে এবং রুপালী বাংলা জুট মিলের শ্রমিক।
আহতরা হলো, বিরল পৌর এলাকার হুসনা গ্রামের মৃত নবীর উদ্দীনের ছেলে শ্রমিক শফিকুল ইসলাম (৫২) ও শংকরপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে শ্রমিক আল-আমীন (২০)। আহতদের মধ্যে শফিকুলকে দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে এবং আল-আমীনকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
বিরল থানার অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার