শিশু পুত্রকে শ্বাসরোধ করে হত্যার দায়ে পিতা মুসা আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার জনাকীর্ণ আদালতে বিচারক এবিএম তারিকুল কবির এ রায় প্রদান করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার লাউথুতি গ্রামের মুসা আলীর ছেলে মনসুর আলীকে তার দাদা ২০ শতক জমি লিখে দেয়। পরবর্তীতে পিতা মুসা তার ছেলে মুসার কাছ থেকে ওই জমি নিজের নামে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে ২০১২ সালে ১৮ নভেম্বর শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ পিতার বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে।
বাদীর অভিযোগ, পুলিশের চার্জশীট এবং সাক্ষ্য প্রমানে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত উপরোক্ত রায় প্রদান করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার