কুমিল্লা সদরের কাচিয়াতলী এলাকার গোমতী নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা করেছে। আজ সোমবার গোমতী নদীতে যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) সালাহউদ্দিন জানান, গোমতী নদী থেকে ভাসমান লাশটি উদ্ধার কার হয়েছে। মরদেহটি গলিত। হয়তো তিন-চার দিন আগে আর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহত যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার