সাতক্ষীরা শ্যামনগরে মৎস্য ঘের ব্যবসায়ী ছাত্তার জোয়াদ্দারকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে মৎস্য ঘেরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে গেলে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আজ সোমবার সকালে তিনি মারা যান।
নিহত ছাত্তার মোড়ল শ্যামনগর উপজেলার পার্শ্বেমারি গ্রামের মৃত আব্দুল আবদুল ওয়াজেদ জোয়াদ্দারের ছেলে।
শ্যামনগর থানার (ওসি) তদন্ত জিয়াউর রহামান জানান, নিহত ছাত্তার জোয়াদ্দারের পার্শ্বেমারি বিলে একটি মৎস্য ঘের আছে। প্রতিদিনের ন্যায় তিনি বাড়ি থেকে রাতের খাওয়া শেষে মৎস্য ঘেরে ঘুমিয়ে ছিল। এ সময় গভীর রাতে দুবৃত্তরা তাকে কুপিয়ে ও পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়।
এলাকাবাসী মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে তার মৃত্যু হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার