কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ হাজার ৮শ' পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, আজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার কার্যালয়'র অধীনস্থ টেকনাফ সার্কেল পরিদর্শক গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বাজার এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে ৩ হাজার ৮'শ পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।
আটককৃত হচ্ছেন, হ্নীলা ইউপিস্থ ৩নং ওয়ার্ড ফুলের ডেইল এলাকার মৃত লাল মিয়া ছেলে আব্দুস সালাম(৩৯)। আটক আব্দুস সালামকে জিজ্ঞাসাবাদে দীর্ঘদীন ধরে ইয়াবা পাচারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।
এ ঘটনায় টেকনাফ সার্কেল উপ- পরিদর্শক মো. নাসির উদ্দিন বাদী হয়ে আটক আব্দুস সালামকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার