সরকারের উন্নয়ন ও সাফল্য জনগণের কাছে তুলে ধরার লক্ষ্যে ও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে যুবলীগের উদ্যোগে স্থানীয় জোনাকী আইডিয়াল স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. মনজুর হোসেন সুমনের সভাপতিত্বে এবং নাজমুল হোসেন রাজু ও মনির হোসেন বেপারীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সালাহ উদ্দিন টিপু। বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-নোমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. ইউছুফ আজম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ চৌধুরী শাকিল, উত্তর চর আবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদ উল্লাহ বি.এস.সি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জাফর উল্লাহ দুলাল হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ, সাধারণ সম্পাদক তারেক আজিজ জনি, দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন বেপারী, আওয়ামী লীগ ১নং ইউনিয়নের সভাপতি মো. আবু নোমান, সাধারণ সম্পাদক সাইজুদ্দিন মোল্লা প্রমুখ।
সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবলীগের নেতাকর্মী, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী, সমর্থকসহ প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এ.কে.এম সালাহ উদ্দিন টিপু বলেন, দেশে বর্তমান সরকার পদ্মাসেতু, রাস্তাঘাট ও বিদ্যুতসহ নানা রকম দৃশ্যমান উন্নয়ন করেছে। সরকারের উন্নয়ন ও সাফল্যের ধারবাহিকতা রক্ষার জন্য আগামীতে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে যুবলীগের প্রত্যেক নেতাকর্মীকে মাঠে ময়দানে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। বিএনপি-জামাত জোট নির্বাচন বানচালের জন্য বিভিন্নরকম গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের ষড়যন্ত্র প্রতিহত করার জন্য পারস্পরিক সকল ভেদাভেদ ভুলে প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ও আওয়ামী লীগকে বিজয়ী করার উদাত্ত্ব আহ্বান জানান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম