বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সকালে নোয়াখালী বিআরডিবি মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক দিবসের প্রতিপাদ্য বিষয় 'শিক্ষার অধিকার নিশ্চিতে চাই যোগ্য শিক্ষক' এ শ্লোগানকে সামনে রেখে শিক্ষক, এনজিও কর্মকর্তা ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আলোচনায় অংশ নেয়।
গণস্বাক্ষরতা অভিযান ও এনআরডিএস এর যৌথ উদ্যেগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন এনআরডিএস এর নির্বাহী পরিচালক আবদুল আউয়াল, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন, শিক্ষক সমিতি নোয়াখালী জেলা সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. আলমগীর, শিক্ষক আবদুল আলীমও শাকিলা নাছরিন।
বক্তারা বলেন, যোগ্য শিক্ষক পেতে হলে চাই বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা, শিক্ষকের যোগ্য মর্যাদা।
বিডি প্রতিদিন/ফারজানা