শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করবেন জানিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, সে লক্ষ্যে সরকারি পর্যায়ে পদ্মার ভাঙনে বসত-ভিটাহারাদের তালিকা তৈরি করা হচ্ছে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এছাড়া ক্ষতিগ্রস্তরা যাতে ব্যাংক থেকে সুদমুক্ত ঋণ নিতে পারে তারও ব্যবস্থা করা হবে।
আজ শুক্রবার সকালে শরীয়তপুরের নড়িয়ার মুলফৎগঞ্জ বাজারে আওয়ামী লীগ আয়োজিত ও বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্তদের সহাস্রাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, ভাঙনরোধে ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছেন। প্রকল্পের প্রতি প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে বিশেষ দৃষ্টি রেখেছেন। পানি কমলে দ্রুতই পদ্মার ভাঙনরোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু হবে। সে লক্ষ্যে পদ্মায় জিওব্যাগ ডাম্পিংয়ের কাজ চলছে। এছাড়াও ড্রেজিংয়ের জন্য সার্ভে চলছে। এমনভাবে ড্রেজিং করা হবে যাতে পদ্মার কোনো পাড়েরই ক্ষতি না হয়।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নড়িয়াবাসীর পাশে আছেন। তিনি (প্রধানমন্ত্রী) জানেন, নড়িয়াবাসী বঙ্গবন্ধু ও শেখ হাসিনা ছাড়া কিছুই বোঝেন না। কারণ, বার বার এ এলাকায় নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নড়িয়ার মাটি আওয়ামী লীগ ও শেখ হাসিনার ঘাঁটি। আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন, তিনি ভালো থাকলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে। বাংলাদেশের প্রয়োজনেই তাকে বারবার ক্ষমতায় আনতে হবে।
নড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী ওহাব বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এম কাইয়ুম, নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু বাড়ী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জহির সিকদার, সৈয়দ হেমায়েত হোসেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা, জেলা পরিষদের সদস্য এনায়েত উল্যাহ মুন্সী, আলী আহম্মেদ কাজী, মিজানুর রহমান আলম, আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান খন্দকার আলী হোসেন, ডিএম শাহজাহান সিরাজ, মনির হোসেন সুমন, সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন দেওয়ান, নড়িয়া পৌরসভা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম