দিনাজপুরের খানসামায় আত্রাই নদীতে ঝিনুক সংগ্রহ করতে গিয়ে নিখোঁজের তিনদিন পর অবিনাশ কর্মকার নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত অবিনাশ কর্মকার (৪৫) খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের আগ্রা গ্রামের অশিক কর্মকারের ছেলে। শুক্রবার ঘটনাস্থল থেকে নদীর আড়াই কিলোমিটার দূরে ঠুটির ঘাট থেকে লাশটি উদ্ধার হয়।
ভাবকী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, অবিনাশ কর্মকার ও তার স্ত্রী গীতা কর্মকার এক সঙ্গে গত বুধবার দুপুরে আত্রাই নদীর দুফুরুর ঘাটে ঝিনুক সংগ্রহ করতে যায়। এসময় অবিনাশ কর্মকার ভাটির দিকে এবং গীতা কর্মকার উজানের দিকে ছিলেন। এক পর্যাযে গীতা রানী তার স্বামীকে দেখতে না পেয়ে ঝিনুক সংগহ করতে আসা অন্যান্যদের জানায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ঘটনাটি আমাকে জানায়।
এরপর রংপুর ফায়ার সার্ভিসে খবর দিয়ে তারা একদল ডুবুরিকর্মী নিয়ে আসে। ডুবুরিদল এসে রাত ১২টা পর্যন্ত নদীতে না পেয়ে অভিযান সমাপ্ত করে চলে যায়। শুক্রবার সকালে ঘটনাস্থলের আড়াই কি.মি, দুরে ঠুটির ঘাটে স্থানীয়রা ভাসমান লাশ দেখতে পেয়ে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশের সাথে মুঠোফোনে কথা বলে লাশ উদ্ধার করা হয় এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর