বগুড়ার সোনাতলা উপজেলায় আসামিকে গ্রেফতার করে হ্যান্ডকাপ লাগানোর পর হ্যান্ডকাপসহ আসামি পালিয়েছে। পরে স্থানীয় ব্যক্তিবর্গের প্রচেষ্টায় ৮ ঘন্টা পর থানা পুলিশ সেই হ্যান্ডকাপটি উদ্ধার করে। তবে সেই আসামীকে গ্রেফতার করতে পারেনি।
স্থানীয়রা জানান, সোনাতলা থানার এসআই নিরাঞ্জন ও এএসআই আতিকুল ইসলাম গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জোড়গাছা ইউনিয়নের চরপাড়া এলাকায় নেশাখোরদের গ্রেফতার করতে যায়। মাদকসেবনরত অবস্থায় সেই এলাকার গোলাপ (৩৬) ও উত্তর বয়ড়া মন্ডলবাড়ী এলাকার আব্দুর রাজ্জাকের পুত্র লিটন (৩২) কে পুলিশ হাতেনাতে গ্রেফতার করে।
এসময় পুলিশ সদস্য মাদকসেবী গোলাপের হাতে হ্যান্ডকাপ পড়িয়ে দেয়। এদিকে আরেক জন মাদকসেবী লিটনকে হ্যান্ডকাপ পড়ানোর চেষ্টাকালে গোলাপ পুলিশকে সজোরে ধাক্কা দিয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যায়। বিষয়টি পরবর্তীতে সোনাতলা থানার ওসি জানতে পেরে স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের সরনাপন্ন হয়। এরপর রাত সাড়ে ১০টায় হ্যান্ডকাপটি উদ্ধার করে পুলিশ।
বগুড়ার সোনাতলা এএসআই আতিকুর রহমান জানান, আসামি আটকের পর প্রাথমিক অবস্থায় আসামি হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে গেলেও পরে থানায় জমা দেয়। তবে সেই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর