মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব শিকারমঙ্গল এলাকায় সরদার বাড়ী ব্রিজের পাশ থেকে অক্টোবর দুপুরে ৫০০ পিস ইয়াবাসহ হারুণ বেপারী (৪৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিকারমঙ্গল এলাকার সরদার বাড়ী ব্রিজের কাছে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কালকিনি থানা পুলিশ। এ সময় ব্রিজের পাশ থেকে শিকারমঙ্গল ইউনিয়নের চরফতেবাহাদুল এলকার হামজেদ বেপারীর ছেলে মাদক বিক্রেতা হারুণ বেপারীকে পাঁচশত ইয়াবাসহ আটক করে পুলিশ।
কালকিনি থানার উপ-পরির্দশক (এসআই) সঞ্জয় কুমার সাহা বলেন, আটক হারুণ ঢাকায় থাকেন। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে কালকিনি থানায় মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর