নাটোরে এবার বেসরকারী ভাবে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো দিঘাপতিয়া প্রবীণালয়।
শুক্রবার দুপুরে এই প্রবীণালয়ের ভিত্তির স্থাপনের উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন।
এসময় দিঘাপতিয়া বালিকা শিশু সদনের সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল, সাবেক শিক্ষক ও রবীন্দ্র সম্মিলন পরিষদের সভাপতি সৈয়দ মোহাম্মাদ নাসিহ, বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোকসেদ আলী প্রামানিক, জেলা প্রশাসনের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মনিমুল হক, নাটোর সদর হাসপাতালের সাবেক আরএমও ডা. আবুল কালাম সহ অন্যান্যেরা।
দিঘাপতিয়া বালিকা শিশু সদনের সামনে অবস্থিত ৩একর জায়গার ওপর স্থাপিত হবে দিঘাপতিয়া প্রবীণালয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন