কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় শাহ আহসান উল্লাহ (৫৫) নামে একজন প্রধান শিক্ষক নিহত হয়েছেন। তিনি নিকলী উপজেলার এ.বি. নূরজাহান হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল ৯টার দিকে কিশোরগঞ্জ থেকে সিএনজি চালিত একটি অটোরিকশা নিকলী যাবার পথে কটিয়াদী উপজেলার নওবাড়িয়া নামক স্থানে রাস্তায় একটি শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে শিশুটিসহ তিনজন আহত হন। আহতদের মধ্যে প্রধান শিক্ষক শাহ আহসান উল্লাহকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অন্যরা হলেন নিকলীর সাহাপাড়া গ্রামের সজল (৪৫) ও কটিয়াদীর নওবাড়িয়া গামের শরীফ মিয়ার মেয়ে নোভা আক্তার (৫)।
ঘটনার পর স্থানীয় জনতা অটোরিকশার চালক শামীমকে আটক করে পুলিশে সোপর্দ করে। তার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল বানিয়াকন্দি গ্রামে।
বিডি প্রতিদিন/ফারজানা