কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে সাড়ে ৫ কোটি টাকা মূল্যের ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।
বাংলাদেশ কোস্টর্গাড সহকারি গোয়েন্দা পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার বিএন আব্দুল্লাহ আল মারুফ জানান, শনিবার ভোর রাতে কোস্টগার্ড টেকনাফ স্টেশন লে. কমান্ডার সাজ্জাদ এর নেতৃত্বে একদল কোস্টর্গাড সদস্যরা সেন্টমার্টিন বঙ্গোপসাগরের অদূরে ইয়াবার চালান পাচারের গোপন সংবাদে অভিযানে যান। সেন্টমার্টিন দ্বীপের অদূরে একটি ইঞ্জিন চালিত কাঠের ট্রলার সংকেত দিলে তা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্টর্গাড ধাওয়া করে। এক পর্যায়ে ইয়াবা পাচারকারীরা ট্রলার থেকে দুইটি প্লাস্টিক জারিকেন সাগরে ফেলে দ্রুতগতিতে মায়ানমারের দিকে পালিয়ে যায়। তবে সাগরে ভাসমান অবস্থায় জারিকেন দুইটি উদ্ধার করে তা গণনা করে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৫ কোটি ৫০ লাখ টাকা।
উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/ফারজানা