নোয়াখালীতে উৎসবমুখর পরিবেশে ৩ দিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা নোয়াখালী জিলা স্কুল মাঠে সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসক তন্ময় দাসের সভাপতিতে শনিবার রাতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ।
মেলায় ৮৫টি স্টলে সরকারি বিভিন্ন দপ্তরের উন্নয়ন কার্যক্রম জনসম্মুখে তুলে ধরা হয়। মেলায় বিজয়ীদের মধ্যে সড়ক ও গণপূর্ত বিভাগ প্রথমস্থান ও স্থানীয় সরকার (এলজিইডি) দ্বিতীয় স্থান এবং নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র–কৃষি বিভাগ যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করে। পরে বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করা হয়। এছাড়া মেলায় দর্শনার্থীদের মধ্যে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয় ।
এর আগে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুর রউফ মন্ডল, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মাসুদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু ইউসুফ, এলজিইডি নির্বাহী প্রকৌশলী এম এ ছাত্তার, মুক্তিযোদ্ধা মমতাজুল করিম বাচ্চু, জি এস কাশেমসহ বিভিন্ন শ্রেণির অতিথিরা।
বিডি প্রতিদিন/৭ অক্টোবর ২০১৮/হিমেল